মেহেরপুরের গাংনীতে নসিমন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের উপর সিটকে পড়ে আঃ আজিজ (৫০) নামের এক চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বামন্দি গ্রামের তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আজিজ মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের আঃ খালেক মোল্লার ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শীমা বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সুমন হোসেন জানান, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালের দিকে মমেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে এক নসিমন চালক দ্রুতগতিতে
গাংনী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বামন্দি তেল পাম্প এলাকায় পৌঁছলে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শীমা বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।