মেহেরপুরের গাংনীতে ৪০ বোতল ফেনসিডিলসহ আমানুল ইসলাম (২৭) নামে এক ফেনসিডিল কারবারীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে পীরতলা তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আমানুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের পশ্চিমপাড়ার জামশেদ আলীর ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ জহির রায়হানের নেতৃত্বে টহল ডিউটি করা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পীরতলা পশ্চিমপাড়া তিন রাস্তার মোড়ে অবৈধ ফেনসিডিল নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই জহির রায়হান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার পীরতলা তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ আমানুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
আটককৃত আমানুল ইসলামের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।