মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের দহেরপাড়ায় রতন আলী (৩৫) নামের এক ব্যক্তির মুদিখানা দোকানের শাটারে নেট ব্যাগে বেঁধে রাখা দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। রতন আলী তেঁতুলবাড়িয়া গ্রামের দহেরপাড়ার আশরাফুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর বেলায় গাংনী থানা পুলিশের এসআই সঞ্জীবসহ সঙ্গীয় ফোর্স বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করেন ।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে থানা পুলিশের এস আই সঞ্জীব এর নেতৃত্বে একটি টিম তেঁতুলবাড়িয়া গ্রামের দহেরপাড়ায় রতন আলীর মুদিখানার দোকানের শাটারে নেট ব্যাগে বেঁধে রাখা দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে কে বা কাহারা কি উদ্দেশ্যে এটা রেখে গেছে তার কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।
ওই ঘটনায় রতন আলীর পিতা আশরাফুল ইসলাম জানান, রাতের আঁধারে কে বা কারা বোমা সদৃশ দুটি বস্তু রেখে গেছে। তিনি ফজরের নামাজ পড়ে দোকান খুলতে গিয়ে সাটারে নেট ব্যাগে বেঁধে রাখা বোমা সদৃশ্য দুটি বস্তু দেখতে পান। পরে গাংনী থানায় সংবাদ দেন। গাংনী থানা পুলিশ বোমা গুলো পানি ভর্তি বালতিতে করে উদ্ধার করে নিয়ে যায়। তবে তার কোন শত্রু নেই বলেও জানান। এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী করবেন বলেও জানান তিনি।