মেহেরপুরের গাংনীতে এক ব্যবসায়ীর বাড়ির টিনের বেড়া কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ২ লাখ ৯০ হাজার টাকা লুটে নিয়ে গেছে ডাকাতরা। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাড়িয়াদহ গ্রামের বাঁশ ব্যবসায়ী খাইরুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খাইরুল ইসলাম হাঢড়িয়াদহ গ্রামের মৃত মিরাজুল ইসলামের ছেলে।
ডাকাতির শিকার খাইরুল ইসলাম জানান, তিনি এ এলাকার একজন বড় বাঁশ ব্যবসায়ী। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বাঁশ সরবরাহ করে থাকেন। শনিবার দিবাগত রাতে বাঁশ বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা শােবার ঘরে বালিশের নীচে রেখে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে ৩ জন ডাকাত তার ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। বড় বড় ছুরি ও দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে বালিশের নিচে রাখা ২ লাখ ৯০ হাজার টাকা লুটে নিয়ে যায়। ডাকাত সদস্যদের একজনকে তিনি চিনতে পেরেছেন বলেও জানান। এমন খবর শুনে গাংনী থানা পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাংনী থানার (তদন্ত) ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হাড়িয়াদহ গ্রামে ডাকাতির ঘটনায় রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির সাথে জড়িত একজন ডাকাত সদস্যকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা চিনতে পেরেছেন। ডাকাতির ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।