মেহেরপুরের গাংনীতে ভারতীয় মদসহ সাচ্চু ওরফে মাসুদ (৩০) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কাজিপুর ব্রিজ এলাকা থেকে ১৪ বোতল বেঙ্গল টাইগার প্রিমিয়াম ভারতীয় মদসহ তাকে আটক করা হয়। আটককৃত মাসুদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের পূর্বপাড়ার কাবিল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাজিপুর গ্রামের ব্রিজ এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই (নি:) অজয় কুমার কুন্ডু, বিশ্বজিৎ সরকার এর নেতৃত্বে এএসআই (নি:) হেলাল উদ্দীন ও মাহাতাব আলীসহ কাজিপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল বেঙ্গল টাইগার প্রিমিয়াম মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।