১১ ডিসেম্বর দ্বিতীয় ধাপে মেহেরপুরের গাংনী উপজেলার ৫টি ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী 4 অফিসার মৌসুমী খানম। ইউনিয়ন ৫ টি হলো- কাথুলী,তেঁতুলবাড়ীয়া, বামন্দী,মটমুড়া ও সাহারবাটী। ৫ টি ইউনিয়নের মােট ৬০ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়। তন্মধ্যে ৪৫ জন পুরুষ এবং সংরক্ষিত আসনের সদস্য ১৫ জন। গাংনী উপজেলা প্রশাসন শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় সহকারি রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, ৫ টি ইউনিয়নের ইউপি সদস্যরাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।