মেহেরপুরের গাংনীতে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে হাসপাতাল বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় পূর্বস্থানে ফিরে আসে। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা তথ্য সেবা অফিসার ও তথ্য আপা রিফাত জাহান।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন- মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শামসুল আলম সোনা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আরাফাত, পৌরসভা সহকারী প্রকৌশলী শামীম রেজা, দৈনিক ইত্তেফাক পত্রিকার গাংনী সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাই প্রশিক্ষিকা দিলরুবা ইয়াসমিন এবং সন্ধানী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নুর ই লাইবা।

অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন ‘জয়িতা’কে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন-
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: লামিয়া খাতুন
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারী: আফরোজা পারভিন
সফল জননী নারী: আম্বিয়া খাতুন

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী: নাজমা খাতুন
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী: নুরুননাহার আক্তার।
এদের মধ্যে লামিয়া খাতুন ও নাজমা খাতুন জেলা পর্যায়েও জয়িতা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।