মেহেরপুরের গাংনীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ৭৪ মেহেরপুর -২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় উপজেলার ৬টি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন তিনি।
যে সকল বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হলো- চান্দামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এন এস বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চৌগাছা ভিটাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাহারবাটি ইবাদৎখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নবীনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কেবলমাত্র অবকাঠামো দিক দিয়ে উন্নয়ন হলেই চলবে না, শিক্ষকদেরকে প্রত্যেকটি শিশুকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি পরিচালনা কমিটির সদস্যদেরকে যথাযথ দায়িত্ব পালনের পরামর্শ দেন। ব্যাপকভাবে আলোচিত দেশের সর্বপ্রথম শেখ হাসিনা কৃষক ছাউনীর স্বপ্নদ্রষ্টা ও রূপকার তিনি। তিনি বলেন, এলাকার মাটি ও মানুষের জন্য তিনি কাজ করতে চান। সকলের ঐকান্তিক সহযোগিতায় কেবলমাত্র পারে গাংনী উপজেলাকে দেশের মধ্যে মডেল উপজেলায় পরিণত করতে। দল-মত ভুলে গিয়ে এলাকা ও দেশের উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয় কাজ করার আহবান জানিয়েছেন তিনি।
প্রত্যেকটি ভবনের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাপ আলী শেখ, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান তৌহিদ মোর্শেদ অতুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, স্থানীয় ঠিকাদার ফারুক হাসান, এমপি সাহেবের একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, সাবেক ছাত্রনেতা শেখ আনিসুজ্জামান লুইস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।