শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

গাংনী বাজারে উঠতে শুরু করেছে আটি লিচু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী বাজারে উঠতে শুরু করেছে আটি লিচু। ক্রেতা সাধারণ বলছে দাম অনেক চড়া। অন্যদিকে, ব্যবসায়ীরা বলছে ক্রেতা সাধারণের উপস্থিতি কম থাকায় কাঙ্ক্ষিত মূল্যের কম দামেই বিক্রি করতে হচ্ছে লিচু। গাংনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, উপজেলায় ১২০ হেক্টর জমি জুড়ে রয়েছে লিচু বাগান। উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৭৮০ মেট্রিক টন।

সরেজমিন বাজার ঘুরে দেখা গেছে, গাংনী বাসস্ট্যান্ড, বামন্দি বাজার, সাহারবাটি বাজার, জোড়পুকুরিয়া বাজার, নওপাড়া বাজার, ধানখোলা বাজার সংলগ্ন বিভিন্ন সড়কের দুই পাশে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। বছরের প্রথম সুমিষ্ট ও রসালো ফল হিসেবে শখ করে বেশি দামেই কিনছেন অনেকে।

মঙ্গলবার (৯ মে) গাংনী বাজারে লিচু কিনতে আসেন আবু হানিফ প্রিন্স। তিনি বলেন, আশেপাশের এলাকার আটি লিচু এগুলো। এগুলো প্রতিবছরই প্রথমে ওঠে। এবারও উঠেছে। স্বাদে পুরোপুরি মিষ্টি না হয় ক্রেতাদের উপস্থিতি তুলনামূলকভাবে কিছুটা কম। গেল বছর আটির যে লিচু ১০০-১৪০ টাকায় বিক্রি হয়েছে, সেই লিচু এবার বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকা।

লিচু বিক্রেতা দেলোয়ার হোসেন ঝন্টু বলেন, ‘সারা বছর আমি অন্য ব্যবসা করি। এসময় আম-লিচুর ব্যবসা করি। মূলত আমার ক্রেতারা অধিকাংশ আশেপাশের এলাকার। তবে এবার প্রথম এক হাজার লিচু সকালে এনেছি। বাজারে প্রথম উঠেছে তারপরও চাহিদা কম। বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৫ শ’ লিচু বিক্রি হয়েছে।

লিচু ব্যবসায়ী কাথুলী গ্রামের ইসরাফিল হোসেন জানান, বাজারে লিচুর পর্যাপ্ততা থাকলেও ক্রেতা সাধারণের উপস্থিতি খুবই কম। ফলে কাঙ্খিত মূল্যের চেয়ে কম মূল্য লিচু বিক্রি করতে হচ্ছে। একই কথা জানিয়েছেন ব্যবসায়ী ফতাইপুরের রহিদুল, ভাটপাড়ার রশিদ, দিগলকান্দির নাসির উদ্দিন ও মালসাদহের হোসেন আলীসহ অনেকে।

বাজারে লিচু কিনতে এসেছেন শ্যামলী কাউন্টার ম্যানেজার আজমুল রতন। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে দেখছি বাজারে আটি লিচু উঠেছে। দাম একটু বেশি। তবে টক হওয়ার ভয়ে কিনিনি। গতকাল কিছু লিচু কিনে নিয়ে গিয়েছিলাম। তবে প্রথম দিক হিসেবে স্বাদ তেমন একটা খারাপ না। ছেলে বায়না ধরেছে তাই আজও কিনতে এসেছি।’

গাংনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা ইমরান হোসেন বলেন, গাংনী বাজারে বর্তমানে যে লিচুগুলো পাওয়া যাচ্ছে তা আটি লিচু। এগুলো আগাম হয়। এগুলো হালকা রঙিন হলেই মানুষ বিক্রি করে দেয়। এটার টেস্ট তেমন সুমিষ্ট না, বীজও বড়। তবে আগামী ১৫-২০ মে তারিখের মধ্যে সুমিষ্ট ও রসালো লিচু বাজারে পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo