রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি মানিকসহ ৩ জনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৮৮৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী বাজারের সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিকসহ ৩ জনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গাংনী বাজারের ব্যবসায়ীবৃন্দ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এস এম প্লাজা মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন। রেজাউল বস্ত্র বিতানের স্বত্বাধিকারী রেজাউল করিম এর উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বাজার কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, এস এম প্লাজা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী এনাম, এস এম প্লাজার মালিক রবিউল ইসলাম রবি, গাংনী বাজার গার্মেন্টস সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

মানববন্ধনে গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিকসহ তিন জনের উপর হামলা ও নৃশংস ভাবে কুপিয়ে জখমকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়াও ফৌজদারি অপরাধ সংগঠিত করায় সাথী গার্মেন্টসের স্বত্বাধিকারী হেলাল উদ্দিনের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধসহ আগামী তিন দিনের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রসঙ্গত, শনিবার দুপুর পৌনে ২ টার দিকে গাংনী বাজারের সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক এর উপর নৃশংস হামলাকারী এসএম প্লাজার সাথী বস্ত্রালয়ের মালিক হেলাল ও তার ছোট ভাই বেলাল ও ভাতিজা সাব্বিরসহ বহিরাগতরা দেশীয় অস্ত্র ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় গাংনী থানা পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী হেলালের ব্যবহৃত ধারালো দা ও তার সহযোগী বহিরাগতদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করেন। আহতরা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo