এনএসআই পরিচয়ে চাকুরী দেয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অফিযোগে নুরুল আমিন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব পুকুরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নুরুল আলম মেহেরপুর সদরের খন্দকারপাড়ার আব্দুল হকের ছেলে।
স্থানীয়সূত্রে জানা গেছে, এনএসআই পরিচয় পাওয়ায় নুরুল আমিনের সাথে গাড়াডোব গ্রামের পুকুরপাড়ার হামিদুল ইসলামের ছেলে সুমনের সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে নুরুল আমিন চাকুরী দেওয়ার প্রলোভনে বিভিন্ন সময়ে ৪ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। চাকরী না হওয়ায় ও নুরুল আলমের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় মেহেরপুর এলাকায় তার খোঁজ নেয়ার সময় আসল পরিচয় পাওয়া যায়। মেহেরপুর আলাদত পাড়া থেকে তাকে কৌশলে ডেকে নেয়া হয়। এসময় তার পরিচয়পত্র বা প্রমাণ দেখাতে বলেন। পরিচয় দেখাতে ব্যর্থ হলে তাকে গণপিটুনী দিয়ে একটি ঘরে আটক রাখা হয় ও পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টীম তাকে আটক করে থানায় নিয়ে আসে।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ভূয়া এনএসআই সদস্য আটক করা হয়েছে। তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।