মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সকল সাংবাদিক ভাই এবং সাংবাদিকতা করতে আগ্রহী সকলকে দৈনিক ‘আমাদের সূর্যোদয়’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুহৃদ, আপনারা জেনে খুশি হবেন যে— মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ইতোমধ্যেই পত্রিকাটির শুভ-উদ্বোধন, ডামি এবং লোগো উন্মোচন করে পরম হৃদ্যতায় ঋণী করেছেন। এমতাবস্থায় জানুয়ারি– ২০২৩ সালের প্রথম দশকের যেকোনো দিন থেকে পত্রিকাটি নিয়মিতভাবে প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দৈনিক পত্রিকাটির ব্যপক প্রচার এবং সমৃদ্ধির লক্ষে সাংবাদিক, সংবাদকর্মী ও সার্কুলেশন স্টাফ নিয়োগ প্রক্রিয়া চলছে। আগ্রহী প্রার্থিগণকে CV, পাসপোর্ট সাইজের এক কপি ছবিসহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ইমেইল করবার জন্য অনুরোধ করছি। এছাড়াও আগামী ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ বেলা ১১.০০ টায় সূর্যোদয় স্কুল অ্যান্ড কলেজ কম্পাউন্ডে প্রতিনিধি সভায় অংশগ্রহণের জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। শুভকামনা সবার জন্য।
শুভেচ্ছান্ত;
আবুল কাসেম অনুরাগী
প্রকাশক ও সম্পাদক
ফোনঃ ০১৭১০ ১১৬৮২৮
ই-মেইলঃ amadersurjodoy71@gmail.com