মেহেরপুরে আজিজুল ইসলাম নামের এক গাঁজা চাষীকে গাঁজা গাছসহ আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর মাঠ থেকে গাঁজা চাষী আজিজুলকে আটক করেন জেলা গোয়েন্দা শাখা (বিবি) পুলিশ। এ সময় গাঁজা গাছ উদ্ধার করা হয়।
আটক গাঁজা চাষী আজিজুল ইসলাম মহাজনপুর গ্রামের ছুরাত শেখ এর ছেলে।
জানা গেছে, আজিজুল ইসলাম দীর্ঘদিন যাবত মেহেরপুরের মহাজনপুর এবং চুয়াডাঙ্গার দামুড়হুদার মাঝামাঝি স্থানে একটি বাগানে গাঁজার চাষ করে আসছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে ডিবি সদস্যরা ওই এলাকা থেকে আজিজুল হকের পরিচর্যায় বেড়ে ওঠা বড় ধরনের দুটি গাঁজার গাছ উদ্ধার করেন। আজিজুল হককে আটকের পর জানা গেছে যেখান থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে সেই এলাকাটি দামুড়হুদা মৌজার মধ্যে পড়ে। তাই দামুড়হুদা থানার অফিসার ইনচার্জের সাথে আলোচনা করে আজিজুল হককে দামুড়হুদা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় চাষী আজিজুল হকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।