মেহেরপুর সদর উপজেলার ইউপি নির্বাচনে নবগঠিত বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ধানখোলা ইউপি’র নারী সদস্য সুফিয়া খাতুনকে আটক করেছে কর্তব্যরত পুলিশ।
বুধবার (১৫ জুন) সকাল দশটার দিকে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে আধা ঘণ্টা অবস্থান করার দায়ে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওই কেন্দ্রে নির্বাচনী কাজে নিয়োজিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।
আটক সুফিয়া খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।