মেহেরপুরে পুলিশ অভিযান চালিয়ে শামসুল হক (৫৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার বোসপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত শামসুল হক সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ শাহ দারা জানান, মেহেরপুর সদর উপজেলার বোসপাড়া এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি টিম অভিযান চালিয়ে শামসুল হককে আটক করেন এ সময় তার কাছ থেকে ১শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শামসুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।