মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ, নবায়ন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল ইসলাম সোবানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোবাশ্বের চৌধুরী।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম-আহবায়ক বারিকুল ইসলাম লিজনের সঞ্চলনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য সোহেল মাহমুদ মৃধা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন, সদস্য সচিব ওয়াসিম আলী, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বিল্পব হোসেন, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জীবন আকবর, গাংনী উপজেলার সদস্য তৌহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।