করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতি অবনতির কারণে ১৪ এপ্রিল তারিখ ২০২১ তারিখ ভোর ৬ঃ৩০ থেকে ২১ এপ্রিল ২০২১ মধ্যরাত পর্যন্ত ১৩টি বিধি-নিষেধ আরোপ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত ১২ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়। করোনাভাইরাস এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২০/০৪/২০২১ ইং তারিখ মঙ্গলবার আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ পূর্বের সকল বিধি-নিষেধ আরোপের সময়সীমা ২১ এপ্রিল ২০২১ তারিখ মধ্যরাত থেকে বর্ধিত করে ২৮ এপ্রিল ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়। আজ শুক্রবার ২৩/০৪/২০২১ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত আবারো একটি প্রজ্ঞাপনে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলী/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্দেশনার অনুবৃত্তিক্রমে ব্যাপক সংখ্যক মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে আগামী ২৫ এপ্রিল ২০২১ তারিখ হতে দোকানপাট/শপিংমলসমূহ সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্য বিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও নির্দেশনা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।