মেহেরপুরের গাংনীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর উদ্যোগে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের নিয়ে এক দিনের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ের বিশেষ এই প্রশিক্ষণে মোট ৬০ জন ব্যক্তিকে অংশগ্রহণ করেন।
কৃষি খাতে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন, মৎস্য খাতে উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং প্রাণিসম্পদ খাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আরিফুল ইসলাম।
এ সময় ইউসিবি,পিএলসি ব্যাংক গাংনী শাখার ম্যানেজার মাঞ্জুরুল আলমসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।