মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামে রিপন (৩৫) নামের এক ব্যক্তির বসত বাড়িতে অগ্নিকান্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকেল সাড়ে তিন টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রিপন মাইলমারী গ্রামের বাজার পাড়ার আয়নাল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে তিন টার দিকে অসাবধানতাবশত মাইলমারী গ্রামের আব্বাস আলীর ছেলে খোরশেদ আলীর রান্নাঘরে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণের আগেই পাশের রিপনের বাড়িতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষনে রিপন এর বসতবাড়ি ও মালামাল পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। ভুক্তভোগী রিপন জানায় আগুনে পুড়ে তার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে তিনি স্থানীয় ও সরকারি সহযোগিতা কামনা করেছেন। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা।