মেহেরপুরের গাংনীতে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
এরা হচ্ছে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামের আবেদ আলীর ছেলে জাকিরুল ইসলাম (৩০), কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের সহিব উদ্দিনের ছেলে আসিম উদ্দিন (৩৫) ও একই গ্রামের খেদমত আলীর ছেলে সাগর (৪৫)।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বিকেলে গ্রেফতার হওয়া আসামিদের মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।