মেহেরপুরের গাংনীতে দুইটি গুলি, ০১টি ওয়ান শুটার গান ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল (৫২) নামের ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। রোববার (১৭ নভেম্বর) সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে ০২টি গুলি, দেশীয় ওয়ান শুটার গান ও সরকারি প্রণোদনার কৃষি পণ্যসহ তাকে আটক করা হয়। আজমাইন হোসেন টুটুল উপজেলার লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে।
সিপিসি-৩, মেহেরপুর র্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ পিপিএম রোববার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
সিপিসি-৩, র্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলাধীন কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামে আক্কাস আলীর ছেলে আজমাইন হোসেন টুটুল এর বাড়িতে অভিযান চালিয়ে
ধঞ্চে গাদার নিচ থেকে দুই রাউন্ড গুলি, ০১টি শুটার গান উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), সরকারি প্রণোদনায় কৃষকদের জন্য বরাদ্দকৃত ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাউল ও ৩ প্যাকেট চাউল উদ্ধার করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন এর নেতৃত্বে একটি টিম,
সিপিসি-৩, মেহেরপুর র্যাব-১২ এর একটি টিমসহ গাংনী থানা পুলিশের আরও একটি টিম উপস্থিত ছিল।
আটক আজমাইন হোসেন টুটুলের বিরুদ্ধে গাংনী থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।