মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগ এর বর্ধিত সভা উপলক্ষে গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১/১০/২০২১) বিকেলে গাংনী বাসস্ট্যান্ডের আওয়ামী যুবলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল।
গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফি কামাল পলাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, ষোলটাকা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার পাশা প্রমুখ।
এ সময় সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..