মেহেরপুরের গাংনী পৌরসভার চার নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামে জয়নাল আবেদীন (৪৮) নামের এক বস্তা ব্যবসায়ীর বাড়ির গেটের সামনে থেকে আবারো দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও হাতে লেখা একপাতার একটি চিরকুট উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে মৃত্যুর যম পরিচয়ে ফেলে যাওয়া একটি নীল রঙের শপিং ব্যাগের মধ্যে বোমা সদৃশ দুটি বস্তু, কাফনের কাপড় ও হাতে লেখা এক পাতা বিশিষ্ট চিরকুট গাংনী থানা পুলিশের এসআই দেবাশীষ উদ্ধার করেন। জয়নাল আবেদীন চৌগাছা গ্রামের বিশ্বাস পাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের বিশ্বাস পাড়ায় বস্তা ব্যবসায়ী জয়নাল আবেদীনের বাড়ির সামনে থেকে লাল টেপ দিয়ে জড়ানো দুটি বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও এক পাতা বিশিষ্ট চিরকুট বেলা ১১ টার দিকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে কে বা কাহারা কি উদ্দেশ্যে এটা রেখে গেছে তার কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।
ওই ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদীন জানান, ইতোপূর্বে গত ৩১ আগস্ট বেলা ১১ টার দিকে বাড়ির গেটের সামনে থেকে একটি লাল শপিং ব্যাগের মধ্যে লাল স্কস্টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু, সামান্য সাদা কাপড় ও একটি চিরকুট উদ্ধার করেছিল গাংনী থানা পুলিশ। আজ সোমবার (২৮ অক্টোবর) আবারো একই ঘটনা ঘটেছে। তবে সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে, রোববার (২৭ অক্টোবর) রাত ১০ টা ৫০ মিনিটের দিকে মুখে মাস্ক পরা পরনে লুঙ্গি ও গায়ে টি শার্ট পরিহিত এক ব্যক্তি একটি ব্যাগ বাড়ির সামনের গেটে রেখে যায়।
তিনি আরো জানান, চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পরপর তার দোকানপাট ভেঙ্গে পুড়িয়ে দেয়া হয়েছে। উপজেলার মহিষাখোলা গ্রামের আমজাদ হোসেন, আতিয়ার রহমানের সাথে তার ব্যবসায়িক কোন্দল রয়েছে। তাছাড়া চৌগাছা গ্রামের তারিক তাকে বিভিন্ন সময়ে ভয়-ভীতি দেখিয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে জয়নাল আবেদীন আইনের আশ্রয় নিবেন বলেও জানান।