দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডাঃ এ এস এম নাজমুল হক সাগরের নৌকা মার্কা প্রতীকের সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ একেএম শফিকুল আলম এর উপস্থাপনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নৌকার প্রার্থী ডাঃ এ এস এম নাজমুল হক সাগর।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, কাথুলী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক পৌর মেয়র আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল র্যালি গাংনী বাসস্ট্যান্ড ও হাসপাতাল বাজার ঘুরে নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।