মেহেরপুরের গাংনীতে উপজেলা বিক্রয় প্রতিনিধি জোট কমিটির আয়োজনে নির্বাহী কমিটির সদস্যদের বরন করা হয়েছে। সোমবার বিকেলে গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদরুল আলম বুদু। উপজেলা বিক্রয় প্রতিনিধি জোট কমিটির সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক জীবন আকবরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা, গাংনী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাহবুব আলম, ভেড়ামারা উপজেলা বিক্রয় প্রতিনিধি জোট কমিটির সভাপতি জাফর আলী, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামসহ বিক্রয় প্রতিনিধি জোট কমিটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গাংনী বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি মোকলেসুর রহমান ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ নির্বাহী কমিটির ২১ জন সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিক্রয় প্রতিনিধি জোট কমিটির সদস্যরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং তাদের সেই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত কমিটি কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।