মেহেরপুরের গাংনীতে ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে যৌন নিপীড়ণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার ওই শিশুর পিতা গত বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) রাতে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ নির্যাতনকারী আইনাল হককে (৬৫) উপজেলার মানিকদিয়া এলাকা থেকে গ্রেফতার করেন। আইনাল হক উপজেলার আমতৈল গোরস্থান পাড়ার রতন আলীর ছেলে।
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে আয়নাল হক ভুট্টার জমিতে পানি দিচ্ছিল। এ সময় পাশের এলাকার ৭ বছর বয়সী দুইটা কন্যাশিশু ছাগলের ঘাস নিতে ওই মাঠে যায়। ওদের মধ্যে একজনকে কৌশলে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে। পরে শিশুটি তার মায়ের কাছে গিয়ে বিষয়টি খুলে বলে এবং কান্নাকাটি শুরু করে। তার মা বিষয়টি বুঝতে পেরে তাকে সাথে নিয়ে ওই মাঠে গিয়ে মেয়ের দেখানো মতে ওই অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করেন। এলাকায় বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আইনাল হককে মাঠ থেকে নিয়ে এসে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার নম্বর-১৪/২৪ তারিখ তারিখঃ ০৯/০২/২০২৪ ইং
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। আসামী আয়নাল হককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে তাকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।