মেহেরপুরের গাংনীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে সকাল ১০ টায় সমবায় ও জাতীয় পতাকা উত্তোলনের পরপরই বর্ণাঢ্য র্যালী গাংনী উপজেলা চত্ত্বর হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।
সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম জাহিদ হোসেন। এরপর অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান (ভারপ্রাপ্ত)।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল এর উপস্থাপনায় “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, নাগদারখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাহী পরিষদের সদস্য আব্দাল হক, ডিজিটাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল হোসেন, ইত্তেফাক পত্রিকার গাংনী উপজেলা সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষাংশে উপজেলার পাঁচটি সফল সমবায়ী প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।