শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বসত বাড়ি আগুনে পুড়ে ছাই, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি মেহেরপুরে পাড়া মহল্লায় গড়ে উঠেছে মাংস সমিতি  জমিতেই নষ্ট হচ্ছে টমেটো, কৃষকের মাথায় হাত! গাংনীতে হোমিও চিকিৎসক আটক; সহস্রাধিক বোতল অ্যালকোহল উদ্ধার কিশোরগঞ্জ ৫ আসনের সাবেক এমপিকে মেহেরপুর থেকে গ্রেফতার  গাংনীতে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা গাংনীতে চার ইটভাটায় ৯ লাখ টাকা অর্থদণ্ড গাংনীতে মেয়ের ধ*র্ষ*ণ মামলায় পিতা গ্রেফতার মেহেরপুরে ধর্ষণ মামলার আসামিকে পুনঃ গ্রেফতার ও তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করার দাবিতে থানা ঘেরাও 

গাংনীতে জামায়াতের কর্মী সম্মেলন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ডিসেম্বর) বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাঃ রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিষয়ে তিনি গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এ ব্যাপারে বাংলাদেশের মানুষ বাড়তি সতর্কতা থাকবেন। কারণ আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন। প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগ বাকশালী, ডামি ও স্বৈরাচারী  ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে একক পরিবারের হাতে জিম্মি করে রেখেছিল। আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশটাকে ফাঁকা করে দিয়েছে ব্যাংকে কোন টাকা নাই। দেশের মানুষ অনেক কষ্টে রয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। বাজার করতে গেলে সাধারণ মানুষের হিমশিম খাচ্ছে একটাই কারণ দেশের অর্থনৈতিক পঙ্গু করে ফেলে গেছে স্বৈরাচার পতিত আওয়ামী লীগ সরকার। স্বৈরাচার সরকার মনে করেছিল জামায়াতকে বাংলার মাটি থেকে নিঃশ্বেষ  করে দেবে কিন্তু পারে নাই, কারণ দেশের মানুষ জামায়াতের সাথে আছে। জামায়াতের প্রথম সারির নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে যা পৃথিবীতে কোন নজির নাই এই ধরনের বিচার যা মেনে নেয়া যায় না।

তিনি আরো বলেন বিগত স্বৈরাচার সরকারকে হটাতে গিয়ে ছাত্র-জনতার বহু প্রাণ দিতে হয়েছে। স্বৈরাচার সরকার হটিয়ে আরেকটি স্বৈরাচার সরকার দেখতে চায় না জামায়াত। বর্তমান সরকারকে টিকে রাখার জন্য দলমত নির্বিশেষে এই সরকারকে বসানো হয়েছে। এই সরকারকে ফেলে দেয়ার জন্য বহির্বিশ্বে গভীর ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সজাগ থাকতে হবে আমাদেরকেই। বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসরেরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপধারণ করে আন্দোলনে আসতে চাচ্ছে। কোন সময় আনসারলীগ, রিক্সালীগ, গার্মেন্টস শ্রমিকলীগ, ইস্কনলীগ সেঁজে মাঠে নামছে তারা। আমরা বলবো অন্তবর্তীকালীন সরকারকে আপনার গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে খোঁজ-খবর রাখেন এরা যেন আর মাথা চাড়া দিতে না পারে। তিনি নির্বাচন নিয়ে আরোও বলেন, আগামী নির্বাচন হবে ফ্রী-ফেয়ার অংশগ্রহণমুলক সকলের গ্রহণযোগ্য নির্বাচন সকল দল অংশগ্রহণ করতে পারবে এবং প্রত্যেকটা ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবেন এরকম ব্যবস্থা করবেন বর্তমানের নবনির্বাচিত নির্বাচন কমিশন এ আশা আমাদের আছে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড.আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজউদ্দীন খান, মেহেরপুর জেলা নায়েবে আমীর মাহবুব উল আলম, সেক্রেটারী ইকবাল হোসাইন, আমীর মেহেরপুর সদর মাওলানা খান জাহান আলী, চুয়াডাঙ্গা জেলা আমীর অ্যাডভোকেট রুহুল আমিন, মেহেরপুর জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা ও মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর আহসানুল হক, গাংনী উপজেলা ছাত্রশিবির সভাপতি আবু রায়হানসহ জামায়াতের ও ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo