মেহেরপুরের গাংনী উপজেলায় নতুন করে একজন নারী ও একজন পুরুষের শরীরে jn-1 করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। তারা দু’জনই বর্তমানে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সোমবার (১৬ জুন) করোনা পরীক্ষায় জন্য তিনজনের নমুনা সংগ্রহ করা হয় তার মধ্যে চৌগাছা ডিগ্রী কলেজপাড়ার এক নারীর করোনা পজেটিভ রিপোর্ট আসে। মাত্র দুই দিনের ব্যবধানে বুধবার (১৮ জুন) আরো তিনজনের নমুনা সংগ্রহ করা হয় তার মধ্যে বামন্দী চেরাগীপাড়ার একজন পুরুষের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাসুদুর রহমান জানান, করোনায় আক্রান্ত দুজনের মধ্যে কেউই হাসপাতালে ভর্তি হননি। তাদের অবস্থা স্থিতিশীল এবং তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস শনাক্তকরণে পরীক্ষার জন্য পর্যাপ্ত এন্টিজেন কীট মজুদ রয়েছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও হাসপাতালে নিয়মিতভাবে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সকলকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের ব্যবস্থাপত্র নেওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই কর্মকর্তা।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা অব্যাহত ও সরকারি নির্দেশনা অনুযায়ী রোগীদেরকে সাহায্য সহযোগিতা করা হবে।