মেহেরপুরের গাংনীতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (০৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পীরতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুন্ডু, এস আই বিশ্বজিৎ সরকার ও এএসআই আহসান হাবীব অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেন। আটককৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।