মেহেরপুরের গাংনী উপজেলার শওড়াতলা গ্রাম থেকে বিদেশী মদ ও গাঁজাসহ ইকরামুল হক নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৯ মে) বিকেল সোয়া ৪ টার দিকে শহড়াতলা গ্রামের বাগানপাড়ায় ভাদুমিয়ার বাঁশবাগানের ভিতর থেকে ৭ বোতল ভারতীয় মদ ও এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত ইকরামুল হক ওই গ্রামের ইকতার আলীর ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম শুক্রবার (১৯ মে) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে এসআই কাহী মহসিন, এএসআই নো: হেলাল উদ্দিনসহ একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে শহড়াতলা গ্রামের বাগানপাড়ায় ভাদুমিয়ার বাঁশবাগানের ভিতর থেকে ০৭ বোতল ভারতীয় মদ ও এক কেজি গাঁজাসহ ইকরামুল হক নামের এক যুবককে আটক করা হয়।
আটককৃত ইকরামুল হকের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।