মেহেরপুরের গাংনীতে কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাত এর আওতায় বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টার দিকে সংস্থার নিজস্ব খামার ও প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর অর্থায়নে কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ২৭ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক কামরুজ্জামান। কর্মসূচির উপরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পিএসকেএস মৎস্য কর্মকর্তা ইকরামুল হাসান।
পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উপ-পরিচালক কামরুল আলমের সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (মৎস্য) মতিউর রহমান।