সরকারী আশ্রায়ন প্রকল্পের ঘর প্রাপ্ত অসহায় দুস্থ পরিবারের সদস্য ফজলুল হক (৪২) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী জমিনা খাতুন (২৬) কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব পোড়াপাড়া গ্রামে। শুক্রবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
আহত ফজলুল হক জানান, প্রায় এক বছর আগে তিনি সরকারী আশ্রায়ন প্রকল্পের একটি ঘর পেয়েছেন। ঘর পাওয়ার পর থেকেই স্থানীয় সফর উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৪), সহোদর ভাই আলমগীর হোসেন, নিজাম উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৩৯) ও সহোদর ভাই কামাল হোসেন (৪৭) তার সাথে তুচ্ছ ঘটনায় ঝগড়া-বিবাদ করে থাকে। প্রায় ২০-২৫ বছর ব্যবহার হয়ে আসা যাতায়াতের রাস্তাটি গত কয়েকদিন আগে পাকা প্রাচীর তুলে বন্ধ করে দেয় প্রতিপক্ষরা। পরে আমার বাড়ির পিছন দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করার চেষ্টা চালায়। বাধা দিলে আমাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে। ঠেকাতে গেলে আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও কিল-ঘুষি ও পেটে লাথি মেরে আহত করে এবং নজরুল ইসলামের ছেলে ফিরোজ (২১) বিচুলি গাঁদা ভাঙ্গাসহ আমার টিউবওয়েলটি ভেঙে নিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। প্রতিপক্ষদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।