মেহেরপুরের গাংনীতে স্পট কুইজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব, অতিথিদের বক্তব্য ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ফিজিক্স অলিম্পিয়াড-২০২৩ অনুষ্ঠান। শনিবার (৫ আগস্ট) সকাল ৮ টায় চৌগাছা গ্রামস্থ সানরাইজ কোচিং সেন্টারে অনুষ্ঠানটি শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে দুপুর ২ টা পর্যন্ত।
উপজেলার সকল শিক্ষার্থীরা পারস্পরিক আলোচনার ভিত্তিতে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ফিজিক্স অলিম্পিয়াড এর আহবায়ক নাহিন মুনকার রাজিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
ফিজিক্স অলিম্পিয়াড এর সাংগঠনিক সম্পাদক সাবিত ইসলামের সঞ্চালনা ও ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর কলেজের অধ্যক্ষ মোকাদ্দেস হোসেন, উপজেলা সহকারী শিক্ষক অফিসার আরিফ হাসান, লাইসিয়াম হাইস্কুলের পরিচালক আমিরুল ইসলাম, করমদি ডিগ্রী কলেজের প্রভাষক আবু সায়েম পল্টু ও
মোস্তাফিজুর রহমান, লাইসিয়াম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদির সবুজ, গাংনী পাইল ট মাধ্যমিক বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক তারিকুজ্জামান পলাশ, বি আর লাইসিয়াম হাইস্কুলের শিক্ষক মনজুর মোরশেদ ও স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাইরুল বাশার প্রমুখ।
২টি গ্রুপের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রতি গ্রুপ থেকে ১০ জন করে মোট বিশ জনের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে লাইসিয়াম হাইস্কুল এবং অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে উত্তরণ কোচিং সেন্টার কৃতিত্ব অর্জন করে।
এ সময় ফিজিক্স অলিম্পিয়াড এর সাধারণ সম্পাদক সাদমান আল রাফিদ, কোষাধ্যক্ষ নাফি মাহমুদ, ওয়াসিম জাফর, বর্ষা শাহরিন, মিম, তিশাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।