মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাক্টর চালক ও নারীসহ তিন জন আহত হয়েছে। বুধবার (০৭ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে বারোটার দিকে মেহেরপুর -কুষ্টিয়া সড়কে চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাস চালক ও হেলপার যাত্রী ভর্তি বাসটি পাকা সড়কের উপর রেখে আটকে পড়ে। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের করিম মন্ডলের ছেলে ও ট্রাক্টর চালক বাবু (২৮), মেহেরপুরের গাংনী উপজেলার মহব্বতপুর গ্রামের বুলবুল হোসেনের ছেলে সাগর (২৪) ও একই উপজেলার শিমুলতলা গ্রামের একবার হোসেনের মেয়ে জলি খাতুন (৩০)।
প্রত্যক্ষদর্শী এক্সকাভেটর চালক মালিকুল হোসেন জানান, মেহেরপুর-কুষ্টিয়ার সড়কে উন্নয়ন কাজ চলমান রয়েছে। ঘটনার সময় ট্রাক্টর চালক বাবু রাস্তায় বালু খালাসের কাজ করছিল। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আলহাজ পরিবহন যাত্রী নিয়ে দ্রুতগতিতে গাংনীর দিকে আসছিল। পথিমধ্যে চোখতোলা মাঠ এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা আলহাজ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে বালু আনলোড করা কাজে ব্যস্ত থেমে থাকা ট্রাক্টরের মাঝামাঝি টুল বক্সে ধাক্কা দিলে ডাক্তার থেকে চালক রাস্তায় সিটকে পড়ে গুরুতর আহত হয়। সেই সাথে বাসের সামনের অংশ তোমরা মুছে যায় এবং নারীসহ কয়েকজন যাত্রী আহত হয়। স্থানীয়রা ট্রাক্টর চালক আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন।
এদিকে ঘটনার পরপরই বাস চালক ও হেল্পার পাকা সড়কের ওপরে বাসটি রেখে পালিয়ে যায়। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার কুষ্টিয়া -জ- ০৪-০০২৩।
গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।