মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় জিল্লুর রহমান (৪৮) নামের একজন কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে গাংনী পৌর এলাকার উত্তর পাড়ার ফারুক ফার্নিচার এন্ড স্টিল কর্নারের সামনে এ দুর্ঘটনা ঘটে। জিল্লুর রহমান উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আবুল হোসেন (আবু) এর ছেলে।
স্থানীয়রা জানান জিল্লুর রহমান গাংনীর শান্ত হোমিও হল থেকে ওষুধ নিয়ে গাংনী বাজারের দিকে যাওয়ার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস দ্রুত গতিতে এসে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাস্তার উপর ছিটকে পড়েন জিল্লুর রহমান এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পরপরই বাস চালক ও হেলপার পালিয়ে যায়।
স্থানীয়রা আরো জানান, আন্তঃজেলার লোকাল বাসগুলো অনেক সময় অন্যদিকে অযথা সময় নষ্ট করে জরিমানার টাকা বাঁচাতে চেকপোস্ট এলাকায় দ্রুতগতিতে এসে পৌঁছানোর চেষ্টা করে। এ কারণেই ঘটে অধিকাংশ সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চেকপোস্ট গুলোকে শহর থেকে কমপক্ষে এক থেকে দেড় কিলোমিটার সরিয়ে নেওয়ার জোর দাবি জানান তারা।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।