মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে বিদ্যুতায়িত হয়ে মোস্তফা (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই সাথে অসুস্থ হয়েছে তার সহযোগী করমদি বিলপাড়ার মৃত মনোছদ্দিনের ছেলে আব্দুল হালিম (২৬)। বুধবার (৭ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে করমদি গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত মোস্তফা ওই গ্রামের আজগর আলীর ছেলে।
স্থানীয় করমদি গ্রামের সন্ধানী সংস্থা হাসপাতালের মেডিকেল অফিসার নুর আলম খাঁ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, মোস্তফা বুধবার (৭ জুন) বিকেলের দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের গোলজার হোসেনের ছেলে উলজার হোসেন এর বাড়ির টিনের বেড়া বাঁধাইয়ের কাজ করছিল। এ সময় অসাবধানবশতঃ টিনে বিদ্যুতায়িত হয়ে মোস্তফা ও হালিম ভীষণ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় করমদি গ্রামের সন্ধানী সংস্থা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নুর আলম খাঁ মোস্তফাকে মৃত ঘােষণা করেন এবং সহযোগী আব্দুল হালিমকে প্রাথমিক চিকিৎসা দেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।