সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতেও স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল ও আখচাষী ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আলীমুজ্জামান প্রমুখ।
এসময় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।