গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রান তহবিল হতে প্রাপ্ত চেক অসুস্থ রোগী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে মেহেরপুর -২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য এমপি সাহিদুজ্জামান খােকন-এর থানারােডস্থ বাসভবনে আনুষ্ঠানিক ভাবে এ চেক বিতরণ করা হয়।
উপজেলার ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজগর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খােকন।
এ কার্যক্রমের আওতায় ৮ জনের মধ্যে ৩ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর চেক পেয়ে বেজায় খুশি হয়েছেন উপজেলার আটপাড়া গ্রামের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আমিরুল ইসলাম (ড্রাইভার), কাবরান আলী, মনিরুল ইসলাম, হোসনেয়ারা খাতুন, শান্তা বেগম, মাজেদুল ইসলামসহ প্রত্যেকে। উপকারভোগীরা মহান আল্লাহর কাছে এমপি সাহিদুজ্জামান খোকন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনায় প্রাণ খুলে দোয়া করেছেন।
এ সময় রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেছ, কাথুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক ছাত্রনেতা শেখ আনিসুজ্জামান লুইস, বামন্দী ইউপি সদস্য ভাষাণীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা চেক গ্রহীতারা উপস্থিত ছিলেন।