মেহেরপুরের গাংনীতে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাঁশবাড়িয়া গ্রামে গাংনী- মেহেরপুর মহাসড়কের পাশে মানববন্ধনসহ অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য সংগঠনের সার্বিক সহযোগিতায় স্থানীয় শানঘাট পল্লী উন্নয়ন সংস্থা এ কর্মসূচির আয়োজন করে।
“তামাক কোম্পানিগুলোর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্থাটি মানববন্ধন, পথসভা ও সচেতনতামূলক স্টীকার ক্যাম্পেইনের আয়োজন করে।
বিভিন্ন তামাক কোম্পানী তরুণদের কর্মসংস্থান, দারিদ্রতা দূরীকরণ, বৃক্ষরোপণসহ লোক দেখানো সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আড়ালে তামাক কোম্পানীগুলো নিজস্ব রঙ, লোগো ব্যবহার করে দেশব্যাপী তাদের পণ্যের প্রচার চালাচ্ছে। এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণের দোহায় দিয়ে বিভিন্ন দোকান ও লোকসমাগমের স্থানে চকলেট, পানি ও বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের মূল্য সম্বলিত স্টিকার প্যাকেট লাগিয়ে রাখেন যার সম্পূর্ণ প্রতারণা ও নিয়ম বহির্ভূত।
মানববন্ধনে শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহিবুল আলম ওহিদ, হারদী কলেজের প্রভাষক মোখলেসুর রহমান, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুজ্জামান, গাংনী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন্নাহার, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা, এনজিও কর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।