বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত মেহেরপুরে ভিড় বেড়েছে পুরাতন কাপড়ের দোকানগুলোতে গাংনীর ইটভাটা গুলোতে পুড়ছে গড়ে প্রতিদিন ২০ হাজার মন কাঠ, পরিবেশের জন্য হুমকি, রয়েছে স্বাস্থ্য ঝুঁকি গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু গাংনীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত মেহেরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার  গাংনীতে অস্ত্র, গুলি ও সরকারি কৃষি পণ্যসহ ইউপি সদস্য আটক গাংনীতে  পানিতে ডুবে শিশুর মৃত্যু মেহেরপুরে তিন ডাকাত আটকের ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং গাংনীতে আলাদা অভিযানে ২২ কেজি গাঁজা, ফেনসিডিল ও নগদ অর্থসহ আটক-৪

গাংনীতে সড়কে শৃঙ্খলার দাবিতে মানববন্ধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৩ বার পঠিত
সড়কে শৃঙ্খলার দাবিতে মানববন্ধন করেছে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক) নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৭ দফা দাবি উত্থাপন করেন সংগঠনটির সভাপতি।
আসক এর গাংনী উপজেলা শাখা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পথিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য মানববন্ধনে রাখেন, আসক গাংনী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও মেহেরপুর জজকোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এ কে এম শফিকুল আলম।
আসক গাংনী উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায়
“সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু আমরা আর দেখতে চাই না” এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির মেহেরপুর জেলা শাখার সভাপতি কমরেড আব্দুল মাবুদ, আসক কমিটির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি গোলাম মহাম্মদ, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিমছার আলী ও মাহাবুব আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে গাংনী উপজেলা শহরের ৩ টি পয়েন্টে ট্রাফিক পুলিশী ব্যবস্থা, সড়কে চলাচলকারী অবৈধ যানবাহনের সঠিক হিসেব রাখা প্রয়োজনে প্রতিটি ইউপি থেকে লাইসেন্স এর ব্যবস্থা করা, যেসব যানবাহনের নেম প্লেট নাম্বার নেই তা নির্ণয় করে নাম্বার টানানোর ব্যবস্থা করা, রাস্তার পার্শে হাটবাজার উচ্ছেদ করা, শহরের অবৈধ দোকানপাট উচ্ছেদ পূর্বক সড়কে পথচারীদের নিরাপদে চলাচল নিশ্চিত করা, ১৮ বছরের নিচে বয়স এমন ছেলেদের দ্বারা মোটরসাইকেল চালনা নিষিদ্ধ করা, যান্ত্রিক ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ করার দাবি জানানো হয়।
মানববন্ধনে গত ২৩ জানুয়ারি ট্রাকের চাপায় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা ইসলাম কনা নিহতের ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করে চালককে বিচারের আওতায় আনার জন্য জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।
এসময় গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক পুষ্টিবিদ দিলারা জাহানসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo