মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক মারাত্মকভাবে আহত হয়েছে। রোববার দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার চেংগাড়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- কুষ্টিয়ার মিরপুর উপজেলার শাকদাচর গ্রামের ফারুক হোসেনের ছেলে সিয়াম আলী (১৪) ও একই উপজেলার কুন্টিয়াচর গ্রামের বশির উদ্দিনের ছেলে সজল (২২)।
প্রত্যক্ষদর্শী কুষ্টিয়ার মিরপুরের কুন্টিয়াচর গ্রামের জসিম উদ্দিনের ছেলে হৃদয় জানায়, তারা ৫টি মোটর সাইকেল যোগে ১৪ জন বন্ধু মেহেরপুরের মুজিবনগরে যাচ্ছিল। পথিমধ্যে চেংগাড়া নামক স্থানে পৌঁছালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদের মধ্যে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।