দেশে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝােতার আহবানে মেহেরপুরের গাংনীতে সুশাসনের জন্য নাগরিক “সুজন” এর উদ্যােগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ আগষ্ট) বেলা ১১ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“সুজন” এর গাংনী উপজেলা শাখার সভাপতি ও গাংনী সরকারী ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুর রশীদ এ মানববন্ধনে সভাপতিত্ব করেন।
গাংনী উপজেলা “সুজন”এর অন্যতম সদস্য ও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা “সুজন” এর সাধারণ সম্পাদক ও লুৎফুন্নেছা (গােপালনগর) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, “সুজন” এর উপজেলা সাধারণ সস্পাদক এবং করমদি কলেজের প্রভাষক আবু সায়েম পল্টু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল মাবুদ, সমাজ বিশ্লেষক রফিকুল ইসলাম পথিক প্রমুখ।
কােন হানাহানি না করে রাজনৈতিকদলগুলােকে সমঝােতার মাধ্যমে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
এ সময় বিভিন্ন ইউনিয়ন হতে আগত “সুজন” এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।