মেহেরপুরের গাংনীতে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহম্মেদ আলী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
এবারের প্রতিপাদ্য বিষয় “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্হানীয় সরকার”।
মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে কমপক্ষে একটি করে মোট ১২টি স্টল স্থান পেয়েছে। মেলার শুরুতেই প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধনী ঘোষণা করেন।
এ সময় মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ রাজ্জাক, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, কাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম হুসাইনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ মেলায় উপস্থিত ছিলেন।