মেহেরপুরের গাংনীতে ভেটেরীনারি শাখার গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানীর বিক্রয় প্রতিনিধি আব্দুল মাজেদুর রহমানকে (৩৫) হাতবোমা ছুঁড়ে নগদ অর্থসহ মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ভোমরদহ- দুর্লভপুর সড়কের বিল পাড়া (চোরপোতা) নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হাতবোমার আঘাতে মোটরসাইকেল চালক মাজেদুর রহমান ও আরোহী মিরাজ হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চালক মাজেদুর রহমানের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত মাজেদুর রহমান নাটোরের বাগাদিপাড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। আহত মোটরসাইকেল আরোহী কুষ্টিয়ার খোকসা গ্রামের মোবারক হোসেনের ছেলে।
ডা. এম কে রেজা সেকেন্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত মোটরসাইকেল আরোহী ইথিক্যাল ড্রাগ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মিরাজ হোসেন জানান, শুক্রবার রাত ৮ টার দিকে তেঁতুলবাড়িয়া এলাকা থেকে মার্কেটিংয়ের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে পলাশীপাড়া-ভোমরদহ সড়ক হয়ে গাংনী ফিরছিলেন। পথিমধ্যে ভোমরদহ ব্রিজে এলাকায় পৌঁছালে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেল চালককে লক্ষ্য করে দুইটি হাত বোমা ছোঁড়ে। মোটরসাইকেল চালক মাজেদুর রহমান হাত দিয়ে বোমা দুইটি ঠেকানোর চেষ্টা করলে হাতবোমা দুইটি বিকট শব্দে হাতেই ফেটে দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। এ সময় দুর্বৃত্তরা নগদ ২০ হাজার টাকাসহ মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
পথচারীরা আহতদেরকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের দুজনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাজেদুর রহমানের অবস্থা জটিল হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, হাতবোমা ছুঁড়ে নগদ অর্থসহ মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।