মেহেরপুরের গাংনীতে রবি/২০২৪-২৫ মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে সমলয় চাষাবাদে হারভেস্টার মেশিন দিয়ে ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ১১ টার সময় উপজেলার গোপালনগর গ্রামের গড়ানের মাঠে আনুষ্ঠানিকভাবে হারভেস্টার মেশিনে দিয়ে এ ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন রবি মৌসুমে উৎপাদিত ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার ও কৃষি বিভাগ কৃষকদের উন্নত জাতের বীজ, সার, কীটনাশক এবং প্রশিক্ষণ প্রদান করে উৎপাদন বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে সরকার ভর্তুকি মূল্যে রাইস প্লান্টার মেশিন, হারভেস্টার মেশিনসহ কৃষি কাজে ব্যবহৃত অন্যান্য মেশিন দিয়ে থাকে। সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন ধরনের উৎপাদন উপকরণ বিনামূল্যে সরকার প্রান্তিক চাষীদের মাঝে বিতরণ করে থাকে।
আজকের এই ধান কর্তন কার্যক্রম কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে অগ্রগতির প্রতীক। আমরা চাই, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত হোক, মধ্যস্বত্বভোগী দৌরাত্ম্য রোধ হোক, এবং কৃষকের মুখে হাসি ফুটুক।
ধান কর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের রবি মৌসুমে গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ব্রিধান ৭৪ ও ব্রিধান ৯২ প্রায় ১৫০ বিঘা জমিতে ধানের চারা রোপন করা হয়। রোপিত চারাগুলো প্রায় চার মাস ধরে পরিচর্যা করার পর পরিপক্ক হয়ে বাম্পার ফলন হয়েছে। ফুটেছে কৃষকের মুখে হাসি।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাসির উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে ইমরান হোসেন, সুজন কুমার বিশ্বাস ও সোহানুর রহমানসহ এলাকার চাষিরা উপস্থিত ছিলেন।