রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

গাংনীতে ৩২ পরিবার পেল সমাজসেবা অধিদপ্তরের চেক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১০২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারী চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে ৫০ হাজার টাকা হিসেবে ৩২ জন রোগীর মাঝে ১৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। আগামীতে এ প্রকল্পের আওতায় সেবার মান যাতে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা প্রমুখ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম হুসাইন, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পাশাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং  চেক নিতে আসা উপকারভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo