গাংনীর মাইলমারী গ্রামের আবুসামা আর নেই। বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। (ইন্না লিল্লাহি —– রাজিউন)।
গত কয়েক মাস ধরে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতেই অবস্থান করছিলেন তিনি।
আবুসামা ১ নম্বর কাথুলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মফিজুল ইসলামের পিতা ও মাইলমারী মন্ডল পাড়ার মৃত আহসান মন্ডলের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার (২৭ নভেম্বর) বাদ জোহর মাইলমারী গ্রামের গোরস্থান ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আত্মীয়-স্বজন ও এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লীদের জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ছেলে মফিজুল ইসলাম।