মেহেরপুরের গাংনীতে ভুট্টা বোঝায় ট্রাকের ধাক্কায় ৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৩ টার দিকে গাংনী পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড চৌগাছা মোল্লাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ভুট্টা বোঝাই ট্রাকের ৫ জন লেবার ও যাত্রীবাহী লেগুনা গাড়ির চালকসহ ৩ জন যাত্রী রয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলো- উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামের মৃত আবুল মহাম্মদের ছেলে আলী মোহাম্মদ (৭০), কাথুলী গ্রামের মামুন হোসেনের স্ত্রী শাবানা খাতুন (৩৫), কুলবাড়িয়া গ্রামের আকলেচুর রহমানের স্ত্রী খাদিজা খাতুন (৪০), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রকিবের ছেলে নাঈম হোসেন (১৪), মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে ঝন্টু আলী (৫০), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৪০), মুরাদ আলীর ছেলে সাজেদুল ইসলাম (৫০), আনিস আলীর ছেলে আসাবুল ইসলাম (২৬) ও কুষ্টিয়ার নাসির উদ্দিন এর ছেলে নাঈম (২৪).
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী চৌগাছা গ্রামের খবির উদ্দিন জানান, গাংনী পৌর এলাকার কাথুলী মোড় থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনা গাড়ি চৌগাছা গ্রামের মোল্লাপাড়া নামক স্থানে পৌঁছালে সাহারবাটি থেকে ছেড়ে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা গাড়িটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের হেল্পার ও রেগুনার চালকসহ ৯ জন আহত হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। দুর্ঘটনায় ভুট্টা বোঝাই ট্রাকটি রাস্তার উপর আড়াআড়িভাবে উল্টে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৬-৯১৫৫ এবং লেগুনা গাড়ি রেলস্টেশন নম্বর মেহেরপুর-ছ ১১- ০০৩৮
সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের দুইটি টিম ও বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা প্রায় ঘন্টাব্যাপী প্রচেষ্টার ফলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, যাত্রীবাহী লেগুনা গাড়ি ও ভুট্টা বোঝাই ট্রাকের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছে এবং গাংনী- কাথুলী পাকা সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের দুইটা টিম ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের যৌথ সহযোগিতায় রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।