মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সাবান (৬০) মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে স্ট্রোক জনিত কারণে ঢাকা এনাম এনাম মেডিকেলে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি … রাজিউন)।
মশিউর রহমান সাবান উপজেলার শানঘাট গ্রামের ফরাজী পাড়ার মৃত আব্দুল জব্বারের একমাত্র ছেলে।
আগামীকাল শুক্রবার (২১/১০/২০২২) বেলা ১১ টার সময় শানঘাট মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আত্মীয়-স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে মশিউর রহমান সাবান এর মৃত্যুতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।